ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড :: কোনো সফটওয়্যার ছাড়াই :: সকল পদ্ধতির মেগা কালেকশন [নতুনদের জন্য]

184861_10150096560060334_1009152_n

আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো বন্ধুরা। আমি বেশ ভালো আছি… এক কথায় আলহামদুলিল্লাহ্‌।

আমরা প্রতিনিয়তই গুগলের জনপ্রিয় ভিডিও সাইট অর্থাৎ ইউটিউব থেকে কোন না কোন ছবির/গেমসের ট্রায়াল, বাংলা/হিন্দি/ইংলিশ গানের ভিডিও দেখি। অনেক সময় খুব ভালো লাগলে সেটি নিজের কালেকশনে রেখে দিতে চাই। ঠিক তখনই সমস্যাটি হয়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক।

টিউনের বিষয়ঃ

আজকের টিউনের বিষয়টি হচ্ছে, কিভাবে আপনি আপনার পছন্দের ভিডিওটি সরাসরি ইউটিউব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই। অর্থাৎ আপনাকে উক্ত ইউটিউব ভিডিওটি ডাউনলোড করার জন্য আলাদাভাবে কোনো ডাউনলোড সফটওয়্যার (আইডিএম, ইউটিউব ডাউনলোডার ইত্যাদি) ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার পিসির জায়গা নষ্ট করতে হবে না। এবং সেই সাথে আরেকটি কথা, এখানে ইন্টারনেট থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক গুলো পদ্ধতির আলোচনা হয়েছে। আপনার যেটা পছন্দ হয়, সেটাই ব্যবহার করতে পারেন। 😉 Continue reading