জানা-অজানা, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
জানা-অজানা

ঋজু মানব
আধুনিক মানবজাতির ক্রমবিকাশ ধারায় ঋজু মানবের বিকাশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হয়। অনুমান করা হয়, ১০ লাখ বছর আগে মানব-সম প্রাণী অস্ট্রালোপিথিকাসরা ক্রমশ বিবর্তিত হয়ে ঋজু মানবে পরিণত হয়। বস্তুত তাদের শারীরিক গঠন অস্ট্রালোপিথিকাসদের চেয়ে অনেক বেশি উন্নত এবং বর্তমান মানুষের কাছাকাছি ছিল। তবে এরা কিছুটা ঋজু বা বাঁকানো ভঙ্গিতে চলাচল করত। এরা সম্পূর্ণ সোজা হয়ে হাঁটতে পারত না।

পরামর্শ, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

পরামর্শ
যতৰণ কাজ করুন না কেন মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করুন, এতে কাজ সুষ্ঠু ও সুন্দর হবে।

Source: http://www.DailyJanakantha.com

স্মরণীয়, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
স্মরণীয়
৩১ ডিসেম্বর

১৬০০ খ্রিস্টাব্দের এইদিনে রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।
১৭৩৮ খ্রিস্টাব্দের এইদিনে ভারতের ব্রিটিশ গবর্নর জেনারেল লর্ড কনওয়ালিস জন্মগ্রহণ করেন।
১৯১৮ খ্রিস্টাব্দের এইদিনে শিৰাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন।
১৯৯০ খ্রিস্টাব্দের এইদিনে কমিউনিস্ট নেতা মণি সিংহ পরলোকগমন করেন।

Source: http://www.DailyJanakantha.com

বচন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
বচন
টিপ টিপ জল পড়ে
পাথরে ৰয় করে।
অর্থ : পানির অবিরাম পতনে পাথরেরও ক্ষয় হয়_ এ কথা বোঝাতে বলা হয়।

আস্তে আস্তে করে রাও
সকল কথার বুঝে ভাও।
অর্থ : ধীরে সুস্থে কথা বললে এবং প্রতিপৰের কথা মন দিয়ে শুনলে তবেই সব মর্ম অবগত হওয়া যায়_ এ কথা বোঝাতে বলা হয়।

Collected 4rm: http://www.DailyJanakantha.com

আল কুরআন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
আল কুরআন
বিস্মিল্লাহির রাহমানির রাহিম

যে ব্যক্তি তওবা করে ও সৎ কর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়।
সূরা ফুরকান-৭১

collected 4rm: http://www.dailyjanakantha.com