সকাতরে ওই কাঁদিছে সকলে


সকাতরে ওই কাঁদিছে সকলে

অ্যালবামঃ রবীন্দ্রনাথ

ব্যান্ডঃ শিরোনামহীন

সকাতরে ওই কাঁদিছে সকলে,  শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।

2 thoughts on “সকাতরে ওই কাঁদিছে সকলে

Write ur comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.