এক সাগর রক্তের বিনিময়ে – Ek Sagor Rokter Binimoye [lyrics]

শিরোনামঃ এক সাগর রক্তের বিনিময়ে
শিল্পীঃ স্বপ্না রায়
কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ আপেল মাহমুদ

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।

পোষ্টের তথ্যসূত্রঃ Lyrics71.com

আমি আছি থাকবো ভালোবেসে মরবো – সাবিনা ইয়াসমিন

Ami Achi Thakbo by Sabina Yasmin – Video Link (Watch Online) from Youtube

Ami Achi Thakbo by Sabina Yasmin – Audio Link (Free Download) from Doridro

Ami Achi Thakbo Valobeshe Morbo – Click Here for Free Download (Doridro.net)

গানের কথা – Lyrics:

আমি আছি থাকবো ভালোবেসে মরবো
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

আমি আছি থাকবো ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না ।।

আঁচলে ফুল রেখেছি
তোমায় দিবো বলে
কপালে টিপ দিয়েছি
যাবো সময় হলে
দোহাই লাগে তোমার
ঘরের বাহির কইরো না ।।

আগুনে হাত দিয়েছি
পুড়ে যাবো বলে
ভালোবাসার সুখ নেবো
আমি জ্বলে জ্বলে
দোহাই লাগে তোমার
আলোকে নাম দিয়োনা ।।


Ami Achi Thakbo Bhalo Beshe Morbo
artist: Sabina Yasmin

Ami Achi Thakbo Bhalo Beshe Morbo
Dohai Lage Tomar
Amare Pagol Koirona ||

Achole Ful Rekhechi
Tomay Dibo Bole
Kopale Tip Diyechi
Jabo Shomoy Hole |
Dohai Lage Tomar
Ghorer Bahir Koirona ||

Agoon E Haat Diyechi
Pure Jabo Bole
Bhalobashar Shukh Nebo
Ami Jole Jole |
Dohai Lage Tomar
Aloke Naam Diyona ||

A Shohor Lyrics by Shohortoli (এ শহর) from the album: Borabor Shohortoli

এ শহর
লিরিকঃ গালিব
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ  বরাবর শহরতলী
চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে
আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে।
বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন
গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তুমিও চাইতে পারো, আমাদের মতো,
এ শহর বদলাতে;
বদলাতে গেলে বদলাতে হবে, অথবা
মৃত্যু নিশ্চিত জেনো আততায়ীর অপঘাতে।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তবুও সূর্য উঠে নিসর্গ নগরে,
নাগরিক হাসি চাতক ঠোঁটে।
খোলা কোনো মাঠে, কিশোরীর হাতে,
আবার ফুটপাতে, অথবা রাজপথ
মিছিল-রাঙাতে দৃপ্ত জয়রথে।
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

এ শহর সৃষ্টিতে, এ শহর সৌম্যতার;
এ শহর কৃষ্টিতে, এ শহর স্বপ্ন বিতরনের।
এ শহর উত্‍সবের, এ শহর নজরুলের,
এ শহর রবীন্দ্রের, এ শহর ভালোবাসার।

“Mago Ma” Lyrics – Bari Siddiqui

Mago Ma
Artist: Bari Siddiqui
Type: Bangla Movie Song Lyrics
magoma ji go ji
korlam ki ronge
bhanga nouka baaite ailam gaange
ghumae nodi noshto korlo
oi na kola baange ||

bhanga noukae uthe jol
nodi kore kolo kol
kol kolakol paarina taar shonge
nodir naam kaminee shagor
baake baake ute lohor
koto shadhur bhora nouka
paar hoy taar toronge
bhanga nouka baaite ailam gaange ||

chilam shishu chilam bhalaa
na chilo shongsharer jala
hashitam khelitaam maayer shonge
ei dehe ashlo joyaani
gaaye ailo noyaa paani
kaam kaminee boshilo baam onge
bhanga nouka baaite ailam gaange ||

chilaam jowaan hoilaam buraa
lore gelo baaka gora
goloi ghora shob giyache bhenge
roshid uddin bole jaane
bhebe dekho apon mone
akdin mishibe maatir shonge
bhanga nouka baaite ailam gaange ||

পরিচয় (Porichoy) – শিরোনামহীন

পরিচয়

কথা: তুহিন

সুর : তুহিন

 

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে

খাঁচার পাখি কখন কি আর, মনের পাখি হয় ?

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©Lyricshunter.wordpress.com

কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া

অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়

বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©LyricsHunter.wordpress.com

লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা

মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে

লোহার খাঁচার ছোট্ট ঘরে

কোন পাখি কি আর রয় ?

©LyricsHunter.wordpress.com

আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ……

©LyricsHunter.wordpress.com

তোমার আমার এই পরিচয়

সত্যি হবার নয়।

পদ্মার ঢেউ রে (lyric+mp3) – খায়রুল আনাম শাকিল [নজরুল সঙ্গীত]

পদ্মার ঢেউ রে

আর্টিস্ট/শিল্পীঃ খায়রুল আনাম শাকিল

ধরনঃ নজরুল সঙ্গীত

পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥

মোর পরান বধু নাই
পদ্মে তাই মধু নাই নাইরে ॥
বাতাস কাঁদে বাইরে
সে সুগন্ধ নাইরে
মোর রূপের সরসীতে আনন্দ মৌমাছি
নাহি ঝঙ্কারে ॥

ও পদ্মারে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস তারে দিস এই পদ্ম তার পায়
বলিস কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির অন্ধকারে।

পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥

*ডাউনলোড লিংক: http://bdmusic001.webng.com/Podmar%20Dheure.mp3

দ্ধিধা – থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

গান : দ্ধিধা
কথা : মারজুক রাসেল
সুর : হাবিব
শিল্পী : হাবিব ও ন্যান্সি

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।

জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

“বুড়ো সলোমন ভাসছে” lyrics by “নচিকেতা”

বুড়ো সলোমন ভাসছে / Buro Solomon Vashche

আর্টিস্টঃ নচিকেতা / Nochiketa

বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
হাতে কম্পাস-ধ্রুবতারা সম্বল
কাঁপে পাটাতন ভাঁটার টানে।

বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।

তার দেশেতে বড় অনাহার
নতুন এক দেশ খোঁজা দরকার।
যে দেশের মাটি হবে উর্বর
মিলে যাবে শস্যের সমাহার।

মাঝি-মাল্লারা তাই দাঁড় টানে,
নতুন উৎসাহ-উচ্ছল প্রানে,
দূরে সাগর-বাজের ডানা রোদ্দুর,
আর বাতাসের ফিসফিস কানে।

বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।

তার দেশেতে বড় অনাচার
অত্যাচারীর হাতে শাসন,
তারা শ্রমিকের শ্রম করে চুরি
কৃষকের জমি আগ্রাসন।

সলোমন আর তার মাল্লারা,
সাগর-সাথী তাই, দেশ ছাড়া।
দূরে রঙধনু আকাশের বুকে –
এঁকে যায় বুঝি জীবনের মানে।

বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।

আমরাও আছি বড় কষ্টে,
নিজ দেশে আছি পরবাসে,
আমাদের বাঁচবার অধিকার
মৃত-শাসনের নাগপাশে।

বুড়ো সলোমন আজ তুমি ভরসা,
কবে কেটে যাবে দু’চোখের বরষা।
নিশ্চয়ই খুঁজে পাবে তুমি সেই দেশ
চিঠি দিও আমাদের এইখানে।

বুড়ো সলোমন ভাসছে জাহাজে
নতুন এক দেশের সন্ধানে।
হেঁইয়া হো, হো হো হো
হেঁইয়া হো, ও ও ও।

Download : ৩.৮ মেগাবাইট

[collected]

“ঘুম পাড়িয়ে দিও আমায়” lyrics by “অর্থহীন”

ঘুম পাড়িয়ে দিও আমায়

আর্টিস্টঃ অর্থহীন

অ্যালবামঃ এখন আমি

আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়
হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

Copyright ©2011 – LyricsHunter
গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আমি
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

Copyright ©2011 – LyricsHunter

হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও…

“গাইব না আর কোনো গান” lyrics by “অর্থহীন”

গাইব না আর কোনো গান / gaibo na ar kono gaan

আর্টিস্টঃ অর্থহীন / aurthohin

অ্যালবামঃ গাইব না / gaibo na

দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয় ক্ষত
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।

Copyright ©2011 – LyricsHunter
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে সেখানে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।

Copyright ©2011 – LyricsHunter

Mp3 Download Link:http://go.music.com.bd/hB3zxp” – Music.com.bd