উদ্যান তলে by মেহেদী সবুজ

Song Title: উদ্যান তলে
Artist/Singer/Band: মেহেদী সবুজ
Album Name/Movie Name: N/A
Lyricists/Song Writer Name: মেহেদী সবুজ
Published Year: ২৭/০৫/২০০৭ইং
Collected From: Self Diary

Website: bangladeshnews24.org

Lyrics Body:
উদ্যান তলে আর মিলবে না মোহন-মালার মিলন।
আসবে না আর কোন প্রতিক্ষিত প্রহর,
থাকবে না কোন তিত্থির কাক হয়ে সুজনের পায়ের ছাঁপ।
জীবনের ইতিহাসে খোদিত থাকবে না কোন কষ্ট নামের অমৃত ভাস্কর!
জেগে উঠবে না কোনদিন প্রেম বিলাসীর জীবনী রচক।
হাটবে না কভু কোন যুগল ফাল্গুণের পথ ধরে। Continue reading

বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ

বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ

জীবন তরী চলতে চলতে
গিয়ে উঠলাম প্রেম নগর
হাবু-ডুবু খেয়ে প্রেমে
ডুবে গেলাম প্রেম সাগর।

প্রেমিক আমি বিশ্ব প্রেমি
প্রেম নিয়ে করি খেলা
আমার প্রেমে ফুল-পরিরাও
কাটায় সারা বেলা। Continue reading

কালের খেয়া | মেহেদী সবুজ

কালের খেয়া | মেহেদী সবুজ
০৮/০৭/২০১২ রাত ৪:১৫

সভ্যতায় সৃষ্ঠমানব বিরল প্রজাতী।
যার মাঝে বহমান বয়স্রোত;
যে স্রোতের মাঝে বসত করে ‘প্রেম’
জোয়ারে আসে আবার ভাটায় যায় চলে।
যার জনক কোন কালপুরুষ কিংবা
মৃত্তিকায় কোন গর্ভধারীনী নারী। Continue reading

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ
লেখক: মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো,
হাতের ঈশারায় কাজ করছিল;
তুমি শুধু একবার বাঁধা দিয়েছিলে।
বাঁধা সীমানা যখন অতিক্রম করে
অথৈ সাগরে হাবুডুবু! Continue reading

তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে :: চিত্তরঞ্জন দাশ

কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে

তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে,
সোনার স্বপন ভরা প্রভাতের মাঝে;
সেই গীতে ভরি গেছে হৃদয় আমার,
গগনে পবনে বহে সেই গীত ধার!
কি মোরে করেছ আজ! মনখানি মম,
শত শত তন্ত্রীভরা গীতযন্ত্র সম, —
পরশি তোমার করে কাঁপিয়া কাঁপিয়া,
গরবে গৌরবে আজ উঠিছে বাজিয়া।

কোথায় রাখিব আজ এ সুখের ভার :: চিত্তরঞ্জন দাশ

কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ কোথায় রাখিব আজ এ সুখের ভার

কোথায় রাখিব আজ এ সুখের ভার,
কারে দিব আজ মোর অশ্রু উপহার!
এ অজানিত সুখ, এ দুঃখ অজানা,—
বাধাহীন এ উৎসবে মানে না যে মানা।
সকল সুখের রাশি পুষ্প হ’য়ে ফুটে,
সব দুঃখ আজ মোর গীত হ’য়ে উঠে!
বিচিত্র এ গীত লোক, পুষ্পের কানন!—
কি জানি কেমন করে কাঁপিছে এমন!—
কোথায় রাখিব বল অন্তরের ভার,
তোমার উৎসবে আজি, হে সিন্ধু আমার!

ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশি :: চিত্তরঞ্জন দাশ

কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশি

ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশী –
আনন্দ উৎসবে ভরা! সূর্যকর রাশি
তোমার সর্বাঙ্গে আজ আনন্দে লুটায়,
উজল উছল জলে কুসুম ফুটায়!
গীতভরা স্বর্ণালোকে ফুটে পুষ্পদল,
তোমার চরণ বেড়ি করে টলমল!
তোমার সঙ্গীত আজি বিহঙ্গের প্রায়,
মাখি সে সোনার স্বপ্ন তার সর্ব গায়,
উড়িয়া বেড়ায় মোর হৃদয় আকাশে,
প্রেমের তরঙ্গে আর বসন্ত বাতাসে!

ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে :: চিত্তরঞ্জন দাশ

কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে

ভরিয়া গিয়াছে চিত্ত তোমারি ও গানে!
আমি শুধু চেয়ে আছি প্রভাতের পানে।
কখনো বাজিছে ধীর,
কখনো গভীর,
কখনো করুণ অতি, চোখে আনে জল,
উদ্দাম উন্মাদ কভু করিছে পাগল!
তোমার গীতের মাঝে,
কি জানি কি বাজে!
তোমার গানের মাঝে কি জানি কি বিহরে,—
আমার সকল অঙ্গ শিহরে, শিহরে!
ওই তব পরাণের অন্তহীন তানে;
আমি শুধু চেয়ে আছি প্রভাতের পানে।

আজিকে পাতিয়া কান :: চিত্তরঞ্জন দাশ

কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ আজিকে পাতিয়া কান

আজিকে পাতিয়া কান,
শুনিছি তোমার গান,
হে অর্ণব! আলো ঘেরা প্রভাতের মাঝে
একি কথা! একি সুর!
প্রাণ মোর ভরপুর,
বুঝিতে পারিনা তবু কি জানি কি বাজে
তব গীত মুখরিত প্রভাতের মাঝে!

সাগর সঙ্গীত

কবিঃ চিত্তরঞ্জন দাশ
কাব্যগ্রন্থঃ সাগর সঙ্গীত
কবিতাঃ সাগর সঙ্গীত

হে আমার আশাতীত হে কৌতুকময়ি!
দাঁড়াও ক্ষণেক। তোমা, ছনে গেঁথে লই!
আজি শান্ত সিন্ধু ওই ম্লান চন্দ্র করে
করিতেছে টল্‌মল্ কি যে স্বপ্ন ভরে!
সত্যই এসেছ যদি হে রহস্যময়ি!
দাঁড়াও অন্তর মাঝে ছন্দে গেঁথে লই।
দাঁড়াও ক্ষণেক! আমি অর্ণবের গানে,
পরিপূর্ণ শব্দহীন, অন্তরের তানে,
ছন্দাতীত ছন্দে আজি তোমারে গাঁথিব
অন্তর বিজনে আমি তোমারে বাঁধিব!
তুমি কি রবেনা সেথা, হে স্বপ্ন-অঞ্চলা!
ছন্দবদ্ধ, পরিপূর্ণ নিত্য অচঞ্চলা!