Bangla E-Book >


বাংলা ই-বুক বা, বাংলা ইলেক্ট্রনিক বুক আমরা যাই বলি না কেন, বাংলা ভাষায় রচিত বইয়ের সংখ্যা কিন্তু কম না। লক্ষ লক্ষ মিলিওন বই আছে বাংলায়। আছে গল্প, আছে উপন্যাস, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, গবেষণা ধর্মী বই আরো কত কি.একারণে বাংলা বই নিয়ে ইন্টারনেট এ ওয়েবসাইট ও সেরকম। হাজার হাজার ওয়েবসাইট আছে বাংলা বই এর জটিল আর এক্সক্লুসিভ সব কলেক্সন নিয়ে। তাই বলে ত সবার কাছে সব বই, সবাই নিজের নিজের কলেক্সনে এত বই রাখতেও পারবেন না। আবার দেখা যায়, সব বই ফ্রী তেও পাওয়া মুশকিল। আশলে সব বইই যদি ইন্টারনেট এ বসে মানুষ ফ্রী তে ডাউনলোড করে নিতে পারে, তাহলে আর কেউ দোকানে গিয়ে বই কিনে নিয়ে আসতেন না।

যাক, অকারনে কথা বাড়িয়ে লাভ নেই। আসল কথায় আসি। “বাংলা ই-বুক” হচ্ছে “লিরিক্স হান্টার” এর একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যেখানে আপনি পাবেন আপনার পছন্দের লেখক/লেখিকার লেখা নতুন-পুরাতন সব বই। ডাউনলোড করবেন আর পড়বেন আপনার প্রিয় বইটি।

তাহলে আর দেরি করছেন কেন? জলদি খোঁজা স্টার্ট করেন আপনার বই, আর ইচ্ছামত ডাউনলোড মারেন। একটা কথা ত বলতে ভুলেই গেছি। যদি আপনার কাছে যে কোনো লেখকের যে কোনও বই থাকে, সেটা হতে পারে ইংরেজি, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাছে থাকা বই গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের এই প্রচেষ্টায় আপনিও সহযোগিতা করতে পারেন। আমাদের সাথে আপনার বই শেয়ার করলে আমরা সাথে সাথে সেগুলো আমাদের ওয়েবসাইট এ অ্যাড করে নিব।

আমাদের সাথে বই শেয়ার করতে চাইলে আপনার ইমেইল এ গিয়ে “লেখকের নাম, বইয়ের নাম ও বইটির ডাউনলোড লিংকটা লিখে অথবা মূল ফাইলটা আপলোড করে আমাদের ইমেইল করতে পারেন এই ঠিকানায়ঃ LyricsDemon@in.com

ধন্যবাদ 😉 –

“শাওন”

3 thoughts on “Bangla E-Book >

Write ur comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.