উদ্যান তলে by মেহেদী সবুজ

Song Title: উদ্যান তলে
Artist/Singer/Band: মেহেদী সবুজ
Album Name/Movie Name: N/A
Lyricists/Song Writer Name: মেহেদী সবুজ
Published Year: ২৭/০৫/২০০৭ইং
Collected From: Self Diary

Website: bangladeshnews24.org

Lyrics Body:
উদ্যান তলে আর মিলবে না মোহন-মালার মিলন।
আসবে না আর কোন প্রতিক্ষিত প্রহর,
থাকবে না কোন তিত্থির কাক হয়ে সুজনের পায়ের ছাঁপ।
জীবনের ইতিহাসে খোদিত থাকবে না কোন কষ্ট নামের অমৃত ভাস্কর!
জেগে উঠবে না কোনদিন প্রেম বিলাসীর জীবনী রচক।
হাটবে না কভু কোন যুগল ফাল্গুণের পথ ধরে। Continue reading

বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ

বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ

জীবন তরী চলতে চলতে
গিয়ে উঠলাম প্রেম নগর
হাবু-ডুবু খেয়ে প্রেমে
ডুবে গেলাম প্রেম সাগর।

প্রেমিক আমি বিশ্ব প্রেমি
প্রেম নিয়ে করি খেলা
আমার প্রেমে ফুল-পরিরাও
কাটায় সারা বেলা। Continue reading

কালের খেয়া | মেহেদী সবুজ

কালের খেয়া | মেহেদী সবুজ
০৮/০৭/২০১২ রাত ৪:১৫

সভ্যতায় সৃষ্ঠমানব বিরল প্রজাতী।
যার মাঝে বহমান বয়স্রোত;
যে স্রোতের মাঝে বসত করে ‘প্রেম’
জোয়ারে আসে আবার ভাটায় যায় চলে।
যার জনক কোন কালপুরুষ কিংবা
মৃত্তিকায় কোন গর্ভধারীনী নারী। Continue reading

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ
লেখক: মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো,
হাতের ঈশারায় কাজ করছিল;
তুমি শুধু একবার বাঁধা দিয়েছিলে।
বাঁধা সীমানা যখন অতিক্রম করে
অথৈ সাগরে হাবুডুবু! Continue reading