আমার চোখের দেখা ভুল হলো

আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

মুখটি তোমার পূর্ণিমার চাঁদ
মনটা অমাবস্যা
আজকে যদি রোদ্র থাকে
কালকে দেখি বর্ষা
তুমি কেমনতরো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করছে (?) ষড়যন্ত্র
তোমায় না চেনার এ মাশুল যে
আমি দেব এ জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

———————
কুমার বিশ্বজিত

© banglalyrics.evergreenbangla.com

আমার একদিকে শুধু তুমি

আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম

এধারে দু’ফোটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল
তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা
বুকে করে আমি গেলাম

এখানে কাঁটা লতায় একটি ফুলের গোলাপ
এখানে বসন্ত হাজার ফুলের মেলা

এপাশে শঙ্কা চিন্তার দিন
ওপাশে সময় ভাবনা বিহীন
তবু নির্ভাবনার শান্তিকে ছেড়ে
অশান্তি নিতে এলাম

শিল্পীঃ মান্না দে।

আজ গানের তালে হৃদয় দোলে

আজ গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসী মন দোলে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।।

ঐ কোকিলাটার কুহু কুহু
কার লাগিগো বাজে
এই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে

ঐ দুরে কোথাও রাখাল বাঁশি
পাগল হাওয়ায় ভাসে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।।

নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে
কালো কপালে কুমকুম আর
খোপার বাঁধন চুলে

পশ্চিম কোনে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না

———————–
অঞ্জন দত্ত, নিমা রহমান
‘গানে গানে ভালোবাসা’

© banglalyrics.evergreenbangla.com

আগে যদি জানতাম

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ও মন রে…
কিসের তরে রয়ে গেলি তুই

বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাবো
ভুলে আমি ঠিকই তো যেতাম
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে
তাই তোকে আর ভোলা হলো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না রে

জানিনা কেনো যে আমায়
একা ফেলে চলে গেলি
ভুলেও কি মনে পড়ে না
তোরই মতো কোনদিনও
আমিও যে ভুলে যাবো
তবু এই জ্বালা প্রাণে সইবো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না

—————–
লাকী আখন্দ

© banglalyrics.evergreenbangla.com

আকাশ মেঘে ঢাকা

আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে

সেদিনও এই ক্ষনে
সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো
ছিলো যে আশা যাওয়া
যুঁথির সুরভিতে
আঙ্গিনা ছিলো ভরে

এখনো সেই স্মৃতি
বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি
নিজেই কথা বলি

স্মৃতির মনিমালা
সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি
ভুলিনিতো কিছু আমি
এখনো বসে আছি
হারানো খেলা ঘরে

আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে

————————
চিত্রা সিং

আকাশ প্রদীপ জ্বলে

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।

© banglalyrics.evergreenbangla.com

আকাশ কেন ডাকে

আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
ঐ যায় ভেসে যায়

দূর থেকে দূর
আরো বহুদূরে
পথ থেকে পথ
চলি ঘুরে ঘুরে
ভাঙা এ মন নিয়ে আমি
একা একা চলেছি কোথায়

নীল ভাঙা নীল সুদূর কিনারে
রোদের কারুকাজ মেঘের মিনারে
আমি যে কার কে আমার
সে কথা কি বলবে আমায়

—————–
সুরঃ রাহুল দেব বর্মন
কন্ঠঃ কিশোর কুমার

© banglalyrics.evergreenbangla.com

আকাশ এত মেঘলা

আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো নাকো আর

আঁধারো ছায়াতে
চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে
তোমারি কাছে
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
পূর্ন হৃদয় ভুলবে সেদিন
সময় শূন্যতার

আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

——————–
সতীনাথ মুখোপাধ্যায়


© banglalyrics.evergreenbangla.com

অন্ধকারের পথ এড়িয়েতো নয়


© banglalyrics.evergreenbangla.com

অন্ধকারের পথ এড়িয়েতো নয়
পেরিয়েই যেতে হবে বেরিয়ে
বাধা-বন্ধের থেকে চোখ ফিরিয়ে তো নয়
সরিয়েই যাব বাধা সরিয়ে।।

পথ যদি নাই থাকে সুযোগে ছাওয়া
তা বলে কি থেমে যাবে এগিয়ে যাওয়া
স্থির ঠিকানায় থির লক্ষ্য রেখে
বাড়িয়েই যাব গতি বাড়িয়ে।।

সমুখে চেয়ে থাকা আর নয়
জীবন কে জানবার এই তো সময়
উজ্জ্বল ভবিষ্যৎ ভোর যেখানে
অতীতের রঙে-রূপ রেখায়
বর্তমানের শুভ স্বপ্ন আনি
মনগড়া ভয় যাব মাড়িয়ে।।

অনেক কেঁদেছি আমি তোমায় ভালোবেসে

অনেক কেঁদেছি আমি
তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি
তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে
কোনখানে…

সাজানো সুখের ঘরে
আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ
খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি
পাইনা খুঁজে মানে

আজো মনে উঁকি দেয়
তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে
দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি
ফিরে যাওয়া পথ পানে

——————
মনি কিশোর


© banglalyrics.evergreenbangla.com