Paangkha | পাঙ্খা lyrics by Jalali Set | জালালী সেট


Paangkha | পাঙ্খা
artist: Jalali Set | জালালী সেট
album: Level 13

ডিজিটালি পাঁচমিশালি
জোড়া তালি দিয়া পুরাই
পাঙ্খা
ধিরে সুস্থে খাতির জমাই
মাথা হাল্কা, সব
বাঙ্গালি ডিজিটালি
দ্যাখে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা
গালায়া সব চাঙ্গা,
ডিজিটালি পাঙ্খা, পুরাই
পুরাই পাঙ্খা
r-70 চম্পা সুপার এন জিপি
কন্ট্রোলারে টাকা,
পোলাপাইনে সবডি যেমনে
বাবা গালায় চাঙ্গা
ডিজিটালি পাঁচমিশালি
জোড়া তালি দিয়া লে

লে হালুয়া রাইতে চক্ষে
হলিউডের কালুয়া, দিনে
লাগাই থুইবেন আপনে
বলিউডের জালুয়া
বাবা রে বাবা বাবা দেখি
সাদাই নাপা নাপা,
ট্যাবলেট খাইয়া বাবা
পার্ট লয় ইয়াবা, জি
গানের কথা বারতি দেখি
পুরা পুরি পাঙ্খা, ভাল
না লাগলে সোজা আগে
পাইড়া জান গা
জাইয়া হৃদয় খানের মত
ভালবাসার গান গা,
চ্যাটের বাঙালি
ডিজিটালি পুরাই পাঙ্খা
jayz r, razer, cbz, fazer, pulsar কালচার
সবডির চাক্কা পাঙ্কচার
সুদ খাইতে খাইতে ফাও
লইতে লইতে আর কইতে ক
বিসানায় মুইতা পায়না
হুইতে
পোলাপাইনে বহাই থুইসে
নামের আগে dj, dj গো পাঠায়
দিবেন বাবু বাজার
ব্রিজে
নায়ক নায়ক ভাব সবডির
নাইয়কার অভাব লাভ
গুরুর ওস্তাদ ছ্যাকা
খাইয়া বরবাদ

পুরাই পাঙ্খা ধিরে
সুস্থে খাতির জমাই মাথা
হাল্কা, সব বাঙ্গালি
ডিজিটালি দ্যাখে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা
গালায়া সব চাঙ্গা,
ডিজিটালি পাঙ্খা, পুরাই
পুরাই পাঙ্খা
r-70 চম্পা সুপার এন জিপি
কন্ট্রোলারে টাকা,
পোলাপাইনে সবডি যেমনে
বাবা গালায় চাঙ্গা
ডিজিটালি পাঁচমিশালি
জোড়া তালি দিয়া লে

চিনি চম্পা, গলায়
গামসা, খেমায় ঘোমটা,
হোগা লেংটা বে
ভাবের ভাওয়ালি
জাইঙ্গা পিন্দে জোড়া
তালি, ওগো মাঙ্গে নাই
বাল, মাথায়ে চাঙ্গে
চামারি
যত রঙ্গের রঙ্গিলা
মার্কা, ফিরিঙ্গি
মাঞ্জা, দুইদিনের
বৈরাগী ডাকলে পার্ট এ
পুরাই পাঙ্খা
পীরিতে না পোষাইলে
হালিরে হাঙ্গা,
গেরেক্কে মাইরা দেখে
গুটি কানি ভাঙ্গা
জয় জ্বালালি বাদবাকি
আনাড়ি, উঠে জাইয়া
ডান্ডি বুঝল কার লোকাল
ব্যাটারি
পুটকি খুচানের
শুন্যতায় বুছকি
মাথারি
মুরগী পাইলে হাতায়ে
জায়গায় ফাও পাইলে
বাঙালি
রাজির এই তামাশায় দেশ
প্রীতি হারাশা
মিঠা কথায়ে ভিজান
চিড়া খাইয়া বেবাকে
আমাশা
দাদারে আদা পড়া গোপনে
বইলো বইলা হইলে ত হইলে
নাইলে মান ত পুরাই রইল

পুরাই পাঙ্খা ধিরে
সুস্থে খাতির জমাই মাথা
হাল্কা, সব বাঙ্গালি
ডিজিটালি দ্যাখে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা
গালায়া সব চাঙ্গা,
ডিজিটালি পাঙ্খা, পুরাই
পুরাই পাঙ্খা
r-70 চম্পা সুপার এন জিপি
কন্ট্রোলারে টাকা,
পোলাপাইনে সবডি যেমনে
বাবা গালায় চাঙ্গা
ডিজিটালি পাঁচমিশালি
জোড়া তালি দিয়া পুরাই
পাঙ্খা

যত বাল পাকনামির হাটাই
পাঙ্খা
মাল মসলা ঢালইলা জিকির
পাইরা বাসা বাঙ্গালে
নায়কে নাটক দেইখা হাসে
চাপে টানে কি গাঞ্জা,
মানে কি বুঝলা পাঙ্খা
আন্ধা তগ দুই নম্বর
ধান্দা, জাগাইলে ব্রেক
তুই অফ যা খিচ খা
বান্দরে নাচে না নাচায়
বালিকা, লে রাজনীতির
গুটি বাজি একতন্ত্র
পাঙ্খা
লোকাল কালার fazer অলার
হুকনা ফাপর পাঙ্খা
মোটা মামা খায় বাবা
মদন খ্যাচে দাণ্ডা,
চ্যাটের বাল ডিজিটাল
ঠোলা সব আন্ধা
জুইতের কইলে কথা জ্বলবো
হোগা জানা
মাগনার দই খানগা চুষলে
ধন চাঙ্গা, চক্ষটারে
মুঞ্জা দ্যাখে সাধু
জোড়ের তামশা
ভবের রঙ্গে হইলে পাগল
মাঝদরিয়ায় খাড়া, তরে
পার করব কেডায়, উপড়ের
ওই আল্লাহ্

পুরাই পাঙ্খা ধিরে
সুস্থে খাতির জমাই মাথা
হাল্কা, সব বাঙ্গালি
ডিজিটালি দ্যাখে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা
গালায়া সব চাঙ্গা,
ডিজিটালি পাঙ্খা, পুরাই
পুরাই পাঙ্খা
r-70 চম্পা সুপার এন জিপি
কন্ট্রোলারে টাকা,
পোলাপাইনে যেমনে সবডি
বাবা গালায় চাঙ্গা
ডিজিটালি পাঁচমিশালি
জোড়া তালি দিয়া পুরাই
পাঙ্খা

Write ur comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.